Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়পুরহাটে কর্মশালা

প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

জয়পুরহাট জেলা সংবাদদাতা

জয়পুরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষে জেলা পর্যায়ে সাংবাদিকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় নার্সিং ইনস্টিটিউট এর সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। জয়পুরহাট সিভিল সার্জনের আয়োজনে কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশ নেয়। সিভিল সার্জন জসিম উদ্দীন হাওলাদারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন। জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম সোলায়মান আলী মন্ডল, জেলা আধুনিক হাসপাতালে তত্ত্বাবধায়ক মোঃ খুরশিদ আলম, জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখ, মেডিকেল অফিসার ফিরোজ হায়াত খান। আগামী ১৬ জুলাই উক্ত ক্যাম্পেইন চলাকালে জেলায় ১২২১৮৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে ৬-১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৫টি উপজেলার ৭৭০টি কেন্দ্রে ২৬১০ জন কর্মী ক্যাম্পেইন পরিচালনা করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জয়পুরহাটে কর্মশালা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ