Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মালিবাগে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২০, ১২:০০ এএম

রাজধানীর রামপুরা ডিআইটি রোড মালিবাগ পদ্মা সিনেমা হল সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকরা। ৫ মাসের বকেয়া বেতনের দাবিতে তারা এ বিক্ষোভ করেন। গতকাল রোববার দুপুরে লাঞ্চের বিরতির সময় ড্রাগন সোয়েটার বাংলাদেশ লিমিটেডের শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। পরে ওই রাস্তা অবরোধ করে রাখেন তারা। এ সময় ওই সড়কের এক পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে মালিক পক্ষ ও পুলিশের পস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ওই পোশাক কারখানার শ্রমিক মিন্টু ও রাশেদা জানান, তারা ৫ মাস ধরে বেতন পাচ্ছেন না। কারখানার অফিসাররা বলছেন আজ হবে কাল হবে এই বলে বলে পাঁচ মাস অতিক্রম হয়ে গেছে। এখনো তাদের বেতন দেওয়া হচ্ছে না। তাই তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বলেন, গতকাল দুপুরে রাস্তায় পোশাক কারাখানার শ্রমিকরা অবস্থান নেন। কয়েক ঘন্টা পর তাদের সঙ্গে কথাও বলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ