Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের ৭ পর্বের দুই ধারাবাহিকে অ্যানি খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২০, ১২:০১ এএম

মডেল-অভিনেত্রী অ্যানি খান আগামী ঈদ উল ফিতরের জন্য সাত পর্বের দুইটি ধারাবাহিক নাটকের কাজ শেষ করেছেন। ধারাবাহিক দু’টি হচ্ছে ‘জামাই হতে সাবধান’ ও ‘ফাইস্যা গেছে বাপ বেটা’। নাটকট দুটি পরিচালনা করেছেন মাহমুদ হাসান ও সোহেল তালুকদার। ইতোমধ্যে রাজধানী ও রাজধানীর আশে পাশের বিভিন্ন লোকেশনে ধারাবাহিক দুটির শূটিং শেষ হয়েছে। অ্যানি জানান, দু’টি নাটকই কমেডি ঘরানার নাটক। গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছি। দু’জন নির্মাতাই বেশ যত্ন নিয়ে নাটক দু’টি নির্মাণ করেছেন। আশা করছি, দর্শক ঈদের ছুটিতে নাটক দুটি বেশ আনন্দ নিয়ে উপভোগ করবেন।’ ঈদ নাটকের কাজ করার পাশাপাশি অ্যানি খান তিনটি ধারাবাহিকে অভিনয় করছেন। ফরিদুল হাসানের ‘ফরেন ভিলেজ’, দোদুলের ‘স্বপ্ন আড্ডা’ ও হারুনের ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। ‘ফরেন ভিলেজ’ শিগগিরই বাংলাভিশনে প্রচারে আসবে। ‘স্বপ্ন আড্ডা’ বৈশাখী টিভিতে ও ‘ইষ্টি কুটুম’ একুশে টিভিতে প্রচার হচ্ছে। এদিকে গত বছর বাবা দিবসে অ্যানি খানকে সর্বশেষ একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে দেখা যায়। এরপর আর নতুন কোন বিজ্ঞাপনে তাকে দেখা যায়নি। অ্যানি আবুল হায়াত ও চঞ্চল চৌধুরীর সঙ্গে তারিক আনাম খানের নির্দেশনায় একটি ঢেউটিনের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে অ্যানি খান সবচেয়ে বেশি আলোচনায় আসেন। এক দশকেরও বেশি সময় আগে তিনি এই বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যানি-খান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ