Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্লাডশট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২০, ১২:০১ এএম

হলিউড শীর্ষ পাঁচ
১. অনওয়ার্ড
২. ব্লাডশট
৩. আই স্টিল বিলিভ
৪. দি ইনভিজিবল ম্যান
৫. দ্য হান্ট


বেস্টসেলিং কমিক বই অবলম্বনে সাইফাই-অ্যাকশন ফিল্ম ‘ব্লাডশট’ পরিচালনা করেছেন ডেভিড এস. এফ. উইলসন। মূলত স্পেশাল ইফেক্টস এক্সপার্ট উইলসনের এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। যুদ্ধে সৈনিক রে গ্যারিসনের (ভিন ডিজেল) মৃত্যু হলে আরএসটি কর্পোরেশন তাকে প্রযুক্তির সহায়তায় পুনর্জীবিত করে তোলে। তাকে আরও দক্ষ আর দুর্ধর্ষ সৈনিকে পরিণত করে তারা। মার্কিন সেনা বাহিনীর এমন ‘অ্যাসেট’ তৈরির দায়িত্ব তাদের আর এ ক্ষেত্রে তাদের প্রথম সাফল্য হল রে। অতিমানবীয় ক্ষমতার রে’র সুপারহিরো নাম দেয়া হয় ব্লাডশট। ন্যানো প্রযুক্তির সাহায্যে তাকে এমন করে তৈরি করা হয় যাতে আহত হলেও সে দ্রুত সেরে উঠতে পারে। আরএসটি চায় তাদের ইচ্ছা মত চলবে ব্লাডশট, সমস্যা হল তার স্ত্রী জিনার (টালুলা রাইলি) স্মৃতি তার মনে রয়ে গেছে। তার বিশ্বাস জিনাকে অপহরণ করে হত্যা করা হয়েছে। সে সেই খুনিকে খুঁজে বের করে প্রতিশোধ নেবার পরিকল্পনা করে। কিন্তু আরএসটি তা করতে দেবে না, আর তার শরীর আর মনের ওপর রয়েছে তাদের পুরো নিয়ন্ত্রণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্লাডশট

২৩ মার্চ, ২০২০
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ