Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ফিকশন শো থেকে ভিভিয়ান ডিসেনার দূরে থাকার কারণ

প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

শেষ শো শেষ হবার কয়েক বছর পর ফিকশন শোতে ফিরছেন অভিনেতা ভিভিয়ান ডিসেনা।
ভিভিয়ানের অভিনয়ে কালার্স টিভির ‘মধুবালা- এক ইশক এক জুনুন’ শেষ হয়েছে ২০১৪তে; এতে তিনি কেন্দ্রীয় পুরুষ চরিত্র ঋষভের ভূমিকায় অভিনয় করতেন। আর এখন তাকে দেখা যাচ্ছে একই চ্যানেলের ‘শক্তি- অস্তিত্ব কে এহসাস কি’ সিরিয়ালে। এতেও তিনি কেন্দ্রীয় পুরুষ ভূমিকায় অভিনয় করছেন।
এই দুই সিরিয়ালের মাঝে তিনি শুধু রিয়েলিটি শোতেই কাজ করেছেন, ফিকশন তেকে দূরে ছিলেন। নিজেকে নতুন করে আবিষ্কার করার জন্যই তিনি এমন করেছেন।
ভিভিয়ান বলেন, “আমার শেষ শো ‘মধুবালা’র পর আমাকে একই ধরনের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেয়া হচ্ছিল। ধনবান আর দাম্ভিক চরিত্রে অফার এলেই আমি নির্মাতাদের বলতাম, ‘আমি এমন ভূমিকায় অভিনয় করেছি’। বেশ অর্থোপার্জনের সম্ভাবনা থাকলেও নতুন ধরনের ভূমিকা চাইছিলাম।”
প্রতিযোগিতার ব্যাপারে তিনি জানান, প্রতিযোগিতার চেয়ে তিনি একজন স্বকীয় অভিনেতা হিসেবে বিকশিত হতে চান। তিনি আরও বলেন, “আমার জীবনের তেমন লক্ষ্য নেই। আমি বর্তমান নিয়েই বাঁচতে চাই।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিকশন শো থেকে ভিভিয়ান ডিসেনার দূরে থাকার কারণ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ