Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানবতার ডাকে লেভানডভস্কি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২০, ৩:৫৭ পিএম

করোনাভাইরাস প্রতিরোধের জন্য ১ মিলিয়ন ইউরো দান করেছেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি ও তার স্ত্রী আন্না। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯ কোটি ১১ লাখ ৩৭ হাজার টাকা।

দানের ব্যাপারে টোল্ড বিল্ড নামক এক গণমাধ্যমকে ৩১ বছর বয়সী তারকা বলেন, ‘কঠিন পরিস্থিতিতে আমরা সবাই সচেতেন আছি। আজ আমরা সবাই দল হয়ে খেলছি। চলুন এই যুদ্ধে শক্ত হই। যদি আমরা কাউকে সাহায্য করতে পারি, তবে চলুন করা যাক।’ কেবল তিনিই নন, বায়ার্নের দুই জার্মান তারকা লিওন গোরেৎজকা এবং জশুয়া কিমিচও একত্রে ১ মিলিয়ন ইউরো দান করেছেন ‘উই কিক করোনা’ ক্যাম্পেইনের ফান্ডে।

ম্যানচেস্টার সিটির জার্মান উইঙ্গার লেরয় সানেও উল্লেখযোগ্য অঙ্কের দান দিয়েছেন করোনা প্রতিরোধে। ‘উই কিক করোনা’ ফান্ডে ইতোমধ্যে ২.৫ মিলিয়ন ইউরো জমা পড়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২২ কোটি ৭৮ লাখ ৪৪ হাজার টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ