Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বান্ধবীসহ করোনায় আক্রান্ত দিবালা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২০, ৩:৪৩ পিএম

পাওলো দিবালার ক্লাব সতীর্থ দানিয়েলে রুগানি করোনায় আক্রান্ত হন গত ১১ই মার্চ। এরপর থেকেই বান্ধবীসহ কোয়ারেন্টাইনে ছিলেন দিবালা। তখনই আর্জেন্টিনা, চিলি ও ইতালিয়ান সংবাদমাধ্যমে খবর আসে করোনায় আক্রান্ত হয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে সে খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়ে দিবালা জানিয়েছিলেন, করোনা পরীক্ষা করিয়েছেন, ‍পরীক্ষার ফল হাতে আসার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। গতকাল (শনিবার) রাতে পাওয়া সে ফলে করোনায় পজিটিভ হয়েছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। করোনায় আক্রান্ত তার বান্ধবী ওরিয়ানা সাবতিনিও।

দিবালা নিজেই জানিয়েছেন করোনায় পজিটিভ হওয়ার বিষয়টি। ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, ‘আমি এখন সকলকে জানাতে চাই; ওরিয়ানা ও আমি কোভিড-১৯ পরীক্ষা করিয়েছি। ফলাফলে দুজনেরই করোনা ভাইরাস ধরা পড়ে। সৌভাগ্যবশত, আমরা দুজনই শারীরিকভাবে একেবারে ঠিকঠাক আছি। আপনাদের বার্তার জন্য ধন্যবাদ।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ