Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘুরাফেরা করার অভিযোগে সাভারের এক প্রবাসীকে জরিমানা

স্টাফ রিপোর্টার, সাভার | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২০, ৮:৪৭ পিএম

ঢাকার সাভারে হোম কোয়ারেন্টাইন না থেকে বাহিরে ঘুরাফেরা করার অভিযোগে এক আয়ারল্যান্ড প্রবাসীকে সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লার ওই প্রবাসীকে সাত হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, গত কয়েকদিন আগে গেন্ডা এলাকায় আয়ারল্যান্ড থেকে নিজ বাড়িতে ফেরেন মাসুম খাঁন (৪০)। পরে তাকে ১৪দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু তিনি নির্দেশনা না মেনে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় জনসম্মূখে ঘোরা ফেরা করছিলেন। পরে খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টাইন না মানায় প্রবাসী মাসুম খাঁনকে সাত হাজার টাকা জরিমনা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা

১৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ