প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
তিনি ফেলুদা চরিত্রে ১০টি টেলিফিল্ম করেছেন, বড় পর্দায় সাতটি চলচ্চিত্র করেছেন আর মঞ্চে করেছেন ‘অপ্সরা থিয়েটার এর মামলা’ নাটকটি। সব্যসাচী চক্রবর্তীকে আগামীতে দেখা যাবে ‘অভিযাত্রিক’ চলচ্চিত্রে তার ছেলে অর্জুন চক্রবর্তীর সঙ্গে। ২০ বছরেরও বেশি সময় সত্যজিৎ রায়ের বিখ্যাত শকের গোয়েন্দা ফেলুদা ওরফে প্রদোষ মিত্র’র ভূমিকায় অভিনয় করার পর তিনি এখনও সুযোগ পেলে চরিত্রটি করতে চান বলে জানিয়েছেন। “চুলে কলপ দিয়ে, জিমে গিয়ে আর আমার শরীরটা ঠিক করে আমি এখনও এই চরিত্রটি করার জন্য তৈরি, তবে শুধু পরিচালক আর প্রযোজকরা যদি চায়। কিন্তু পরিচালকরা আমার পরামর্শ চাইলে আমি আবীর চ্যাটার্জী, পরমব্রত চ্যাটার্জী বা ইন্দ্রনীল সেনগুপ্ত’র নাম বলি। টোটা চৌধুরী থেকে অনির্বাণ ভট্টাচার্য এই চরিত্রটি করেছে। স›দ্বীপ রায় একটি ফিল্মে আবীরকে নিয়েছেন,তিনি বলেছিলেন একই মানুষ ব্যোমকেশ আর ফেলুদা করলে দর্শক বিভ্রান্ত হয়ে পড়বে। তাই আবীরকে বাদ দেয়া হয়। আমি অনেকের নাম বললেও স›দ্বীপ রাজি হননি। তিনি বলেন ফেলুর এক শক্তিশালী উপস্থিতি আছে অন্যের মাঝে আমি তা পাই না,”সব্যসাচী বলেন। তিনি আরও বলেন : “আমি বলেছি তাদের প্রত্যেকের স্বকীয়তা আছে কিন্তু তার কাউকে মনে ধরেনি। যেহেতু আমি ফিরছি তাই চালিয়ে যেতে চাই। তবে আগের মত স্টান্ট করতে পারিনা বলে স্টান্টম্যানের সাহায্য নিতে হচ্ছে।” শুভ্রজিত মিত্র পরিচালিত ‘অভিযাত্রিক’ বিভূতিভূষণের ‘অপরাজিত’ উপন্যাসের একাংশের চলচ্চিত্ররূপ, এর কাহিনী সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’-এর সিকুয়েল। অর্জুন এতে অপুর ভূমিকায় অভিনয় করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।