বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিমানবন্দরে আসা প্রবাসী যাত্রী পরিস্থিতি বিবেচনা করে ১০ দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে বিমানবন্দর শাটডাউন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। শনিবার (২১ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মফিদুর রহমান বলেন, ১০ দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করা হয়েছে। এখন শুধু ব্যাংকক, চীন, যুক্তরাজ্য, হংকংয়ের সঙ্গে বিমান চলাচল আছে। অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ হওয়ায় এ রুটে যাত্রী আশা যাওয়া করছে। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে এই রুটের ফ্লাইটও বন্ধ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।