Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজীবন নিষেধাজ্ঞার মুখে উমর আকমল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২০, ৫:১৭ পিএম

পাকিস্তান ক্রিকেটে একসময়ের নিয়মিত মুখ উমর আকমল। ক্রিকেটে দুর্নীতিতে জড়িয়ে এখন আজীবন নিষেধাজ্ঞার মুখে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, দুর্নীতি বিরোধী দুটি ধারা ভঙ্গ করেছেন তিনি। পাকিস্তানি উইকেটরক্ষক-ব্যাটসম্যানের বিরুদ্ধে অভিযোগ, পিসিবি সতর্ক করার পরও নিরাপত্তা বিভাগকে দুর্নীতির প্রস্তাব পাওয়ার বিষয়টি বিস্তারিত জানাননি আকমল। এ অপরাধে তার শাস্তি হতে পারে ছয় মাস থেকে আজীবন নিষেধাজ্ঞা।

গত ফেব্রুয়ারিতেই সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন আকমল। দুর্নীতি বিষয়ে তদন্ত করতেই তাকে এই সাময়িক নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। তার বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিতে বলা হয়েছে আগামী ১৪ দিনের মধ্যে। ভাইয়ের এই বিপদে পাশে দাঁড়াচ্ছেন কামরান আকমল।

গত মাসে পিএসএল চলার সময়ই সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমি আমার ভাই উমরকে চিনি। এ ধরনের কিছু সে করতেই পারে না। সে নিরপরাধ, ১০ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে এসে যেমনটা সে ছিল। অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে সে বেশি দুর্নীতি দমন ইউনিটকে সহায়তা করেছে।’

পাকিস্তানের হয়ে ১৬টি টেস্ট খেলেছেন উমর আকমল। ১২১ ওয়ানডেতে ব্যাট হাতে তার সংগ্রহ ৩১৯৪ রান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ