Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোয়ারেন্টিনে পেলে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২০, ৫:১২ পিএম

ব্রাজিলীয় কিংবদন্তি ফুটবলার পেলে করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। সাওপাওলোর পাশে গুয়ারুজায় নিজ বাসভবনে কোয়ারেন্টিনে আছেন। ৮০ বছর বয়সী এই বিশ্বকাপ জয়ী তারকা বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। এজন্য তিনি বেশি ঝুঁকিতে রয়েছেন।

সামনে পেলের যত ইভেন্ট আছে সব বাতিল করা হবে। কিছুদিন আগে পেলের ছেলে এডিনহো জানিয়েছিলেন তার বাবার স্বাস্থ্য ভালো নয়। এর আগে জুভেন্টাসের সতীর্থ ড্যানিয়েল রুগানি করোনাভাইরাসে পজিটিভ আসার পর নিজ দেশ পর্তুগালে কোয়ারেন্টিনে যান ক্রিস্টিয়ানো রোনালদো।

এরপর একে একে বিভিন্ন দেশের বড় বড় লিগ বন্ধ হতে শুরু করে। বিভিন্ন ক্লাবের কর্তৃপক্ষ খেলোয়াড়দের হোম কোয়ারেন্টিনে থাকার জন্য পরামর্শ দেন। এরই মধ্যে পেলের হোম কোয়ারেন্টিনে থাকার সংবাদ প্রকাশ করে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা।

ব্রাজিলে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়েছেন ৯৭৭ জন। দেশটিতে এই ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছে ১১ জন। ১৮ জনের অবস্থা আশংকাজনক। মাত্র দুইজন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ