নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
পুরো বিশ্বেই এক সংকটময় অবস্থা বিরাজ করছে। প্রাণঘাতী করোনাভাইরাসে থমকে গেছে বিশ্ব। এ ভাইরাসের হাত থেকে রেহাই পায়নি বাংলাদেশও। দেশে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা।
করোনাভাইরাসের ভয়াল থাবা থেকে রক্ষা পাওয়ার উপায়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে পরিষ্কার রাখা। এছাড়া আক্রান্ত ব্যক্তির সংস্পর্শও এড়িয়ে চলতে হবে। আক্রান্ত কারও হাঁচি-কাশি যেন নিজের গায়ে না লাগে সে দিকে নজর রাখতে হবে। এর ফলে হ্যান্ড স্যানিটাইজার, মাস্কের মতো জিনিসের চাহিদা বেড়েছে কয়েকগুণ। দেশের এমন সংকটময় পরিস্থিতির সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। হ্যান্ড স্যানিটাইজার, মাস্কের দাম বাড়িয়েছে কয়েকগুণ। এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বেড়েছে।
ব্যবসায়ীদের এমন আচরণে প্রচণ্ড চটেছেন জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। এসব লোভী ব্যবসায়ীকে অমানুষ আখ্যা দিয়ে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্ট্যাটাসে রুবেল লিখেছেন, ‘লোভী ও নির্মম জাতি আমরা। চায়নাতে (চীনে) এত বড় একটা বিপর্যয় গেল মাস্কের দাম কমিয়ে দিল উৎপাদনকারী প্রতিষ্ঠান, কারণ তারা মানুষ। আর করোনার নাম শুনেই ৫ টাকার মাস্ক ৫০ টাকা, আর ২০ টাকার মাস্ক ১০০/১৫০ টাকা! কারণ আমরা লোভী অমানুষ!’
অকারণে মূল্য বৃদ্ধিকারীদের ধিক্কার জানিয়ে রুবেল লিখেছেন, ‘মাস্ক, স্যানিটাইজার এবং মুদি বাজারের সমস্ত জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। ধিক্কার জানাই ওই সমস্ত লোভী মুনাফাখোর ব্যবসায়ীদের, যারা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে। তারাই আসলে দেশের করোনা ভাইরাস।’
ফেসবুক পোস্টে রুবেল আরও লিখেছেন, ‘শ্রদ্ধার সাথে স্মরণ করছি একাত্তরের সেই বীর সন্তানদের, যাদের মিলিত প্রচেষ্টায় আমরা পেয়েছি এই স্বাধীনতা। অথচ আজ কেন এই বিপর্যয় আমরা সবাই এক নই। কেন?’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।