পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধে ন্যূনতম ব্যবস্থা গ্রহণে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। বৈশি্বক মহামারী করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সরকারের কঠোর সমালোচনা করে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশিদ ও মহাসচিব অধ্যাপক ডা: আব্দুস সালাম গতকাল শুক্রবার এক বিবৃতিতে এই মন্তব্য করেন। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করার পর এখন ভয়ঙ্কর রূপ ধারণ করছে। ভাইরাসটির করালগ্রাসে সারাবিশ্বে প্রায় দশ হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। এর মৃত্যুবাণ বাংলাদেশকেও স্পর্শ করছে। কিন্তু করোনাভাইরাসকে নিয়ন্ত্রণ, প্রতিরোধ বা প্রতিকারের ন্যূনতম ব্যবস্থা সরকার করতে ব্যর্থ হয়েছে। এমনকি আক্রান্ত ব্যাক্তিদের চিকিৎসাসেবা যারা দিবেন তাদের ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম বা পিপিই এবং মাস্ক সহ অন্যান্য সরঞ্জামের অপ্রতুলতার জন্য তারা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছেন। ইতোমধ্যে বেশ কয়েকজন চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে যেতে বাধ্য হয়েছেন।
ড্যাবের শীর্ষ দুই নেতা বলেন, প্রায় তিন মাস পূর্বে চীনের উহানে এই ভাইরাসটির প্রাদুর্ভাব হলেও বাংলাদেশ এখন পর্যন্ত ভাইরাসটি সনাক্তকরণের পর্যাপ্ত ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সরকারের এই ব্যর্থতার তীব্র নিন্দা জানাচ্ছে। অনতিবিলম্বে চিকিৎসকসহ সেবাপ্রদানকারী সকলের জন্য পিপিই সহ সকল ব্যবস্থা করতে সরকারের কাছে আহবান জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে ড্যাব নেতৃবৃন্দ বলেন, ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার দেশে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের ন্যূনতম প্রতিরক্ষার ব্যবস্থা না করলে চিকিৎসকগণদের স্বেচ্ছায় কর্মবিরতিতে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। ফলশ্রুতিতে উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই বহন করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।