Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

পার্বতীপুরে বাহা উৎসব আজ

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২০, ১২:০২ এএম

করোনা আতংকে দিনাজপুরের পার্বতীপুরে উপজাতি জনগোষ্ঠীর সবচেয়ে বড় বাহা উৎসবকে দু’দিনের স্থানে সীমিত করে একদিনে করা হয়েছে। এ বছর ২০ ও ২১ মার্চ দু’দিনব্যাপি এ উৎসব উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হলেও করোনা ভাইরাস আতংকে পরবর্তীতে শুধুমাত্র আজ শনিবার ১ দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করেছে উদযাপন কমিটি। উপজাতিদের প্রাণের এ উৎসব এবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা হবে বলে পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন জানান।
জানা যায়, পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উপজাতি পল্লী বারকোনায় জাঁকজমকপূর্ন ও আনন্দমুখর পরিবেশে প্রতি বছর দু’দিনব্যাপি ‘বাহা উৎসব’ উদযাপিত হয়ে থাকে। সমতল ভূমির উপজাতি, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাসহ দেশ-বিদেশ থেকে আগত বিশিষ্টজনদের আগমন ঘটে এ অনুষ্ঠানে।
বাহা উৎসবের প্রধান আকর্ষণ শাল ফুল দিয়ে আজ শনিবার সকাল থেকে পূজা অর্চনা শেষে উপজাতি পরিবারগুলোতে এ ফুল বিতরণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাহা-উৎসব
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ