রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
করোনা আতংকে দিনাজপুরের পার্বতীপুরে উপজাতি জনগোষ্ঠীর সবচেয়ে বড় বাহা উৎসবকে দু’দিনের স্থানে সীমিত করে একদিনে করা হয়েছে। এ বছর ২০ ও ২১ মার্চ দু’দিনব্যাপি এ উৎসব উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হলেও করোনা ভাইরাস আতংকে পরবর্তীতে শুধুমাত্র আজ শনিবার ১ দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করেছে উদযাপন কমিটি। উপজাতিদের প্রাণের এ উৎসব এবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা হবে বলে পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন জানান।
জানা যায়, পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উপজাতি পল্লী বারকোনায় জাঁকজমকপূর্ন ও আনন্দমুখর পরিবেশে প্রতি বছর দু’দিনব্যাপি ‘বাহা উৎসব’ উদযাপিত হয়ে থাকে। সমতল ভূমির উপজাতি, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাসহ দেশ-বিদেশ থেকে আগত বিশিষ্টজনদের আগমন ঘটে এ অনুষ্ঠানে।
বাহা উৎসবের প্রধান আকর্ষণ শাল ফুল দিয়ে আজ শনিবার সকাল থেকে পূজা অর্চনা শেষে উপজাতি পরিবারগুলোতে এ ফুল বিতরণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।