প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
পহেলা বৈশাখের গান বলতেই মাকসুদের গওয়া ‘মেলায় যাই রে’ গানটি সার্বজনীন হয়ে ওঠে। মাকসুদের এই গানটি পহেলা বৈশাখে দেশের সর্বত্র গাওয়া হয় এবং তা শ্রোতাদের মন রাঙিয়ে দেয়। তবে এবার এ গানের গায়ক মাকসুদের অনুমতি ছাড়া বাজানো যাবে না এই গান। কারণ গানটির কপিরাইট নিয়েছেন তিনি। মাকসুদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমি মাকসুদুল হক ‘মেলায় যাই রে’ গানটির আইনানুগ কপিরাইটের সম্পূর্ণ অধিকারী। তাই পহেলা বৈশাখ উদযাপনকালে কেউ যদি উক্ত গান কোথাও ব্যবহার করতে চান বা গানের অংশবিশেষ ব্যবহার করতে চান বা গানটির পুনঃর্নির্মাণ করতে চান অথবা গানটির দৃশ্য রূপায়ন করতে চান কোনো প্রচারমাধ্যমে-সেক্ষেত্রে আমার সঙ্গে সরাসরি সংযোগের জন্য অনুরোধ করা গেল। তিনি জানান, এই গানের কপিরাইট আমি মাকসুদুল হক ছাড়া আর কারও অধিকারে নেই। এর বরখেলাপ কেউ ঘটালে-তা বাংলাদেশের বিদ্যমান কপিরাইট আইন ও বিধান লঙ্ঘনের শামিল হিসেবে গণ্য হবে। তিনি জানান, এ বিষয়ে কেউ আমার সঙ্গে কথা বলতে চাইলে আমার বিজ্ঞ আইনজীবী জ্যোতির্ময় বড়–য়ার মাধ্যমে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। মাকসুদ বলেন, আইনগতভাবে ‘মেলায় যাই রে’ গানটি আমার। তাই আমি চাই না, আমার অনুমতি ছাড়া কেউ গানটি ব্যবহার করুন। গানটি নিয়ে ইতিপূর্বে অনেকেই নানাভাবে মিথ্যাচার করেছে। শুধু এই গানটাই না, আরও ২১ থেকে ২৪টা গানের কপিরাইট আমার। খুব শিগিগরই বিষয়গুলো নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। আপাতত, এই গানিট নিয়েই কথা বললাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।