Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউসুফের সুরে গাইলেন সৈয়দ আব্দুল হাদী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২০, ১২:০২ এএম

এই প্রজন্মের মেধাবী সঙ্গীতশিল্পী ইউসুফ আহমেদ খানের সুরে গাইলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। আগামী ২১ জুন বিশ্ব বাবা দিবস উলক্ষ্য করেই ধ্উব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশের জন্য ‘এতো বড় হোসনে খোকা’ শিরোনামের একটি গানে কন্ঠ দিয়েছেন তিনি। গানের কথা লিখেছেন শাখাওয়াত হোসেন মারুফ এবং সুর করেছেন ইউসুফ আহমেদ খান। এরইমধ্যে গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে। সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘শাখাওয়াত হোসেন মারুফ একটি অসাধারণ গীতিকবিতা লিখেছেন। জীবনকে কতোটা গভীরভাবে উপলদ্ধি করলে একজন গীতিকবি এভাবে লিখতে পারেন। আর আমাদের সঙ্গীতাঙ্গনে এই প্রজন্মে যারা ভালো করছেন তাদের মধ্যে অন্যতম ইউসুফ। সে তার মতো করেই সুর করেছে। আমাকে সচরাচর আমার ভক্ত শ্রোতা এবং আরো যারা আছেন যে ধরনের গানে পেয়ে থাকেন তার চেয়ে একটু ব্যতিক্রমধর্মী গান হয়েছে। আশা করছি, শ্রোতা দর্শকের গানটি ভালো লাগবে।’ ইউসুফ আহমেদ খান বলেন, ‘একজন কিংবদন্তী সৈয়দ আব্দুল হাদী স্যার আমার কাজে বিশ্বাস রেখে আমার সুর করা গান গেয়েছেন, এটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। কারণ একজন হাদী স্যার এই দেশের সঙ্গীতাঙ্গনের মহিরুহ। তিনি অনেক প্রখ্যাত সঙ্গীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন। তাদের সাথে আমার নিজের তুলনা করার প্রশ্নই আসেনা, তারপরও আমি চেয়েছি যাতে আমার জীবন খাতায় সুরের খেলায় যেন হাদী স্যারের নামটি থাকে। সেই চেষ্টার ফসলই হলো এই গান। তিনি কন্ঠ দিয়েছেন মন উজার করে। আমি ভীষণ তৃপ্ত। ধন্যবাদ শাখাওয়াত হোসেন মারুফ ভাইকে অসাধারণ একটি গান লেখার জন্য। অবশ্যই অনেক অনেক কৃতজ্ঞতা ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার প্রিয় ধ্রুব দাদাকে, এই গানটি সৃষ্টির ক্ষেত্রে সহযোগিতার হাত নিয়ে পাশে থাকার জন্য। ধ্রুব দা অনেক বড় অনুপ্রেরণা হয়েই আমার পাশে দাঁড়িয়েছেন।’ ইউসুফ আহমেদ খান জানান শিগগিরই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সৈয়দ-আব্দুল-হাদী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ