Inqilab Logo

রোববার, ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সবাইকে সতর্ক থাকার পরামর্শ আফ্রিদির

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ৮:০৭ পিএম

বিশ্বজুড়ে ক্রমেই আতঙ্ক ছড়াচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই এ ভাইরাসে বাড়ছে মৃতের সংখ্যা। এশিয়ার দেশ পাকিস্তানেও আক্রমণ করেছে প্রাণঘাতী এ ভাইরাস। দেশটিতে এ ভাইরাসে এখন পর্যন্ত ৪৬৭ জন আক্রান্ত হয়েছেন। দেশের এমন অবস্থায় করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি। নিজ দেশের মানুষকে করোনা ভাইরাস থেকে সচেতন করতে একটি ভিডিও বার্তা দিয়েছেন আফ্রিদি।

ভিডিও বার্তাটি আফ্রিদি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেছেন। সেই ভিডিও বার্তায় আফ্রিদি দেশের সাধারণ জনগণের উদ্দেশে বলেন, ‘স্বাস্থ্যই সম্পদ। করোনা ভাইরাস মোকাবিলায় আমাদের কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

এছাড়া এ ক্রিকেটার করোনা থেকে বাঁচতে বেশকিছু পরামর্শও দিয়েছেন। তিনি বলেন, ‘হাঁচি, কাশি দেওয়ার সময় এবং খাওয়ার আগে ও পরে আমাদের হাত খুব ভালোভাবে ধুতে হবে। আপনার হাত জীবাণুমুক্ত রাখতে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। হাঁচি ও কাশি দেওয়ার সময় টিস্যু পেপার ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু পেপার ডাস্টবিনে ফেলুন। আপনি সুস্থ থাকলে দেশও সুস্থ থাকবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ