Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালেক আফসারীর ২৫তম সিনেমায় জায়েদ খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২০, ১২:০২ এএম

চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারীর ‘অন্তর জ্বালা’ সিনেমায় চিত্রনায়ক জায়েদ খানের লুক ও অভিনয় দর্শকরা বেশ পছন্দ করেন। এ ধারাবাহিকতায় আবারও তাকে নিয়ে মালেক আফসারি নির্মান করছেন নতুন সিনেমা টেনশন। এতে জায়েদ খানকে নায়ক হিসেবে দেখা যাবে। জায়েদ খান বলেন, খুব ভালো লাগছে যে আবারও মালেক আফসারী স্যারের সঙ্গে নতুন চলচ্চিত্র শুরু করছি। ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছি। সিনমাটির শূটিং আগামী ঈদুল আজহার আগেই শুরু হবে। এটি পুরোপুরি অ্যাকশন নিভর সিনেমা। এ সিনেমার মধ্য দিয়ে আফসারী স্যার তার ২৫তম চলচ্চিত্র নির্মাণ করছেন। সিনেমাটি তিনি অ্যাকশন নিভর করতে চান। জায়েদ বলেন, ‘অনেকেই বলেন এখন দর্শক সিনেমা দেখছেন না। আমি মনে করি, বিষয়টি এমন নয়। আসলে ভালো মানের সিনেমা হচ্ছে না। গত কিছুদিনের মধ্যে আমরা দেখেছি অনেক বড় তারকার সিনেমাও দর্শক দেখেনি। কারণ সিনেমার গল্প ও মেকিং ঠিক নেই। এখন আর দর্শক তারকা দেখতে চান না। গল্প নির্ভর চলচ্চিত্র, সুন্দর মেকিং দেখতে চান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ২৫তম-সিনেমা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ