Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘টপ গান’ সিকুয়েল নির্মিত হবে ভাবতে পারেননি টম ক্রুজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২০, ১২:০২ এএম

অভিনেতা টম ক্রুজ ধারনাই করেননি তার ১৯৮৬’র ব্লকবাস্টার ‘টপ গান’-এর সিকুয়েল নির্মিত হবে। এক সাক্ষাতকারে ৫৭ বছর বয়সী অভিনেতাটি বলেন : “আমি যেখানেই যাই অনেকেই বলে, ‘’টপ গান’ সিকুয়েল করুন’, আমি বলি, ‘গাইজ, আমি জানি না এটা কিভাবে সম্ভব’। এর কাহিনী কী হবে আমি জানি না। আমি শুধু ফিল্মে কাজ করার জন্য কাজ করি না। আমি বলতাম,’জেরি (ব্রাকহাইমার, প্রযোজক), এমনটা তো হবার নয়’। বাস্তবিকই আমি জানতাম এটা সম্ভব নয়।” জোসেফ কসিনস্কি পরিচালিত সিকুয়েল ‘টপ গান : ম্যাভরিক’-এ টম ফাইটার পাইলট পিট ‘ম্যাভরিক’ মিচেলের ভূমিকায় ফিরছেন। বর্তমানে অভিনেতাটি যুক্তরাজ্যে সারেতে ‘মিশন : ইম্পসিবল’ সিরিজের সপ্তম পর্বের গুরুত্বপূর্ণ সূচনা দৃশ্যের কাজ করছেন। ইতালিতে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে শুটিং ভেনিস থেকে সারেতে স্থানান্তর করা হয়েছে। ক্রুজ সারেতে আইএমএফের সুপারস্পাই ইথান হান্টের ভূমিকায় একটি উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্যে অংশ নেন। এখানের একটি রানওয়েতে বেশ কিছু মোটরবাইকের সঙ্গে তাকে বিপজ্জনক স্টান্টে অংশ করতে দেখা যায়। একটি ফিয়াট ৫০০ গাড়িতে শেষে তাকে ধুয়ার মধ্যে ঢুকে যেতে দেখা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ