Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেছারাবাদে ৫৬ ব্যক্তি সম্প্রতি বিদেশ ফেরত

নেছারাবাদ(পিরোজপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ৭:৫৮ পিএম

নেছারাবাদে সম্প্রতি বিদেশ ফেরত ৫৬ ব্যক্তিকে হোম কোয়ারেন্টানে থাকার জন্য বলা হয়েছে।

শুক্রবার উপজেলা প্রশাসন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। উপজেলার দশ ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্য আটটি ইউনিয়নের ৫৬ ব্যক্তিকে প্রশাসনের নিয়মনীতি মেনে তাদেরকে বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারেন্টানে থাকতে বলা হয়েছে বলা হয়। ওই ইউনিয়ন আটটিতে ১নং বলদিয়া ইউনিয়নে: ৮, ২নং সোহাগদলে: ২, ৩নং স্বরূপকাঠি: ১১, ৫নং জলাবাড়ী: ৮, ৭নং গুয়ারেখায়: ৭, ৮নং সমুদয়কাঠি: ১০, ৯নং সুটিয়াকাঠি: ৭ এছাড়া ১০নং সারেংকাঠি ইউনিয়নে তিনজন মিলিয়ে মোট আটটি ইউনিয়নের ৫৬ প্রবাসী ব্যাক্তিকে নিয়ম মেনে ১৪ দিন হোমকোয়ারেন্টানে থাকতে বলা হয়েছে।
হোম কোয়ারেন্টান কার্যকর করার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের অনুরোধ জানানো হয়েছে বল জানা যায়।
হোম কোয়ারেন্টান ব্যাক্তিদের স্বাস্থ্য খারাপ বুজলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
হোমকোয়ারেন্টান সঠিকভাবে পালন করার জন্য স্থানীয় ইউপি সদস্য ও মহল্লাদারকে সর্বদা খোজ খবর রাখতে বলা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ