Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে সাত প্রবাসীকে জরিমানা

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ৭:৪৬ পিএম

বরিশাল নগরীতে হোম কোয়ারেন্টাইনে না থাকায় বিদেশ ফেরত দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জিয়াউর রহমান শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই অর্থদন্ড করেন। তাদের মধ্যে বরিশাল নগরীর বগুরা রোড মুন্সীর গ্যারেজ এলাকায় ফ্রান্স থেকে আসা বাবুল হোসেনকে ১৫ হাজার টাকা এবং ২৯ নম্বর ওয়ার্ডের বাঘিয়া এলাকায় কুয়েত থেকে আসা মো. সাইদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেন্টাইনে না থাকায় এক জর্ডান প্রবাসীকে ভ্রাম্যমান আদালত অর্থদন্ড প্রদান করেছে। এছাড়া বিভিন্ন অভিযোগে আরও চারজনকে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বানারিপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বেতাল গ্রামের রাজের বাড়িতে জর্ডান প্রবাসী মোখলেচুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুপ দাস বলেন, জর্ডান থেকে বাড়িতে ফিরে নির্দেশ উপেক্ষা করে হোম কোয়ারেন্টাইনে না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে জর্ডান প্রবাসী মোখলেচুর রহমানকে জরিমানা করা হয়। এছাড়া তার ভাই স্পেন প্রবাসী বিপ্ল¬ব খানকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

বানরীপাড়া পৌর শহরের একটি কোচিং সেন্টার পরিচালনার অভিযোগে ইব্রাহিম খন্দকারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে করোনা ভাইরাসকে পুঁজি করে নিত্য পণ্যের বাজার অস্থিতিশীল করার অভিযোগে তিনটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে তিন হাজার করে টাকা জরিমানা করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা

১৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ