Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টোকিও অলিম্পিক পিছিয়ে দেয়ার দাবি ইয়ামাগুচির

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ৭:৩৮ পিএম

টোকিও অলিম্পিক স্থগিত করা উচিত বলে মনে করেন সারাবিশ্বের অগণিত সচেতন মানুষ। তাদেরই দলে জাপান অলিম্পিক কমিটির (জেওসি) একজন জেষ্ঠ সদস্য। করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় টোকিও-২০২০ অলিম্পিক পিছিয়ে দেওয়ার যে দাবি উঠেছে তার সঙ্গেও সুর মিলিয়েছেন তিনি। জেওসির নির্বাহী কমিটির সদস্য কওরি ইয়ামাগুচি শুক্রবার প্রকাশিত হওয়া দৈনিক নিক্কেইকে দেয়া সাক্ষাৎকারে বলেন, 'বর্তমান পরিস্থিতির কারণে এটি স্থগিত করা উচিৎ। অ্যাথলেটরাও ভালভাবে প্রস্তুতি নিতে পারছে না।'

জেওসির কোনো নির্বাহী সদস্য হিসেবে প্রকাশ্যে এই প্রথম টোকিও গেমস স্থগিত করার কথা বললেন ১৯৮৮ সালে অনুষ্ঠিত সিউল অলিম্পিক থেকে ব্রোঞ্জ পদক জয়ী ইয়ামাগুচি । বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই করোনা ভাইরাসে এ পর্যন্ত ১০ হাজারের বেশি লোক মারা গেছে। এর প্রভাবে স্থবির হয়ে গেছে বিশ্বের ক্রীড়াঙ্গন। ফলে পুর্বের সুচি অনুযায়ী আগামী ২৪ জুলাই এই গেমস শুরু হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিভিন্ন দেশ ভ্রমন নিষেধাজ্ঞা জারি করায় আয়োজকরা বাতিল করতে বাধ্য হয়েছে বাছাইপর্ব ও পরীক্ষামুলক ইভেন্ট।

তবে এই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি)। যদিও তারা এখনো পর্যন্ত গেমস এগিয়ে নেয়ার পক্ষেই মত দিয়ে যাচ্ছে। তবে আইওসির সমালোচনা করে ইয়ামাগুচি বলেন, 'তারা অ্যাথলেটদের ঝুঁকিতে ফেলে দিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে তাদেরকে প্রস্তুতি নিতে বলে আইওসি নিজেদেরকে সমালোচনার মুখে ফেলে দিচ্ছে। কারণ এটি অ্যাথলেটদের অগ্রাধিকার দিচ্ছে না।'

তিনি বলেন, মানুষ যদি উপভোগ করতে না পারে, তাহলে অলিম্পিক আয়োজন করা সমিচীন হবে না। আমাদেরকে এটি শুরু করার চাপ দিলেও মানুষ অলিম্পিক নিয়ে প্রশ্ন তুলেছে। তারা জানতে চায় অন্যগুলো না হলে অলিম্পিক কেন আয়োজন করতে হবে। আর সেখানেই আমার ভয়।' অলিম্পিক নিয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য একটি সময়সীমা নির্ধারনের জন্য আইওসির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ