Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাফেজ্জী হুজুর (রহ.) শীর্ষক জাতীয় সেমিনার স্থগিত

প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আগামীকাল বুধবার বিকেল ৩টায় গুলিস্তানস্থ কাজী বশির মিলনায়তনে যুগশ্রেষ্ঠ অলিয়ে কামেল হযরত মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক অনুষ্ঠিতব্য জাতীয় সেমিনার স্থগিত করা হয়েছে। কামরাঙ্গীর চর জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদরাসার মহাপরিচালক হযরত হাফেজ্জী হুজুর (রহ.)-এর ছাহেবজাদা মাওলানা হাফেজ ক্বারী শাহ আতাউল্লাহ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা ছিল খাদ্য মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপি’র। হযরত হাফেজ্জী হুজুর (রহ.) জাতীয় সেমিনার কমিটি’র সদস্য সচিব মুহাম্মদ আব্দুল হাই আযাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় সেমিনার স্থগিতের ঘোষণা দেয়া হয়। সোমবার খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা হাফেজ ক্বারী শাহ আতাউল্লাহ’র চাপের মুখে সেমিনার কমিটি’র আহবায়ক ও বেফাক মহাসচিব মাওলানা মুহাম্মাদ আব্দুল জব্বার জাহানাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় জাতীয় সেমিনার স্থগিত করা হয়। জাতীয় সেমিনারের নতুন তারিখ পরে জানানো হবে। খেলাফত আন্দোলনের ঢাকা মহানগরী আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী জানান, দলীয় কোনো দ্ব›েদ্বর কারণে চাপের মুখে জাতীয় সেমিনারের তারিখ স্থগিত করা হয়নি। অনেক কওমী মাদরাসায় ছাত্রদের পরীক্ষা চলছে এবং বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখনো আমন্ত্রণ জানানো সম্ভব হয়ে উঠেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাফেজ্জী হুজুর (রহ.) শীর্ষক জাতীয় সেমিনার স্থগিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ