Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্থগিত হল ফিফার ক্লাব বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ৩:৫২ পিএম

করোনা আতঙ্কে একে একে বাতিল হচ্ছে দেশ-বিদেশের সব তুমুল জনপ্রিয় টুর্নামেন্ট। ইউরো ২০২০ ও কোপা আমেরিকার পর এবার স্থগিত হলো ফিফার ক্লাব বিশ্বকাপ আসর। ২০২১ সালে ২১ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৮তম আসর। এখনো হাতে এক বছরেরও বেশি সময় ছিল। এছাড়াও এ ভাইরাসের কারণে আপাতত স্থগিত হয়ে গেছে এএফসি কাপের সব ম্যাচ।

কিন্তু আয়োজক দেশ চীন হওয়ায় ঝুঁকি থাকায় টুর্নামেন্ট স্থগিত করতে বাধ্য হলো ফিফা। পরবর্তীতে কবে হবে এ আসর তা এখনো নির্ধারণ করেনি ফিফা। তবে পিছিয়ে ২০২২ বা ২০২৩ এ করার কথা ভাবছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। তবে পরিস্থিতি খারাপ হলে ভেন্যু পরিবর্তনের কথাও মাথায় আছে ফিফার। ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নেয় ৭টি ক্লাব।

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস (কোভিড-১৯) এখন পর্যন্ত ১০ হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে। ভাইরাসটি এখন পর্যন্ত মোট ১৭৯টি দেশে সংক্রমিত হয়েছে। আর এসব দেশে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৬১৩ জন। মারা গেছে ১০ হাজার ৪৮ জন। তবে আক্রান্তদের মধ্যে ৮৮ হাজার ৪৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ