Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঐশ্বর্যের ‘কার্বন কপি’!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২০, ১২:০২ এএম

না, স্নেহা উল্লালের কথা হচ্ছে না। যাকে একনজরে দেখেই সলমন খান নিজের বিপরীতে নায়িকা করে ২০০৫-এ ছবি বানিয়েছিলেন ‘লাকি’। স্নেহার মতোই ঐশ্বর্য রাই বচ্চনের আরেক কার্বন কপি হচ্ছেন মারাঠি অভিনেত্রী মানসী নায়েক।

গতকাল সকালেই মানসী অ্যাশ অভিনীত ‘যোধা আকবর’ ছবির সাজে ছবি পোস্ট করেছেন। যা দেখে নেট নাগরিকেরা স্বীকার করতে বাধ্য হয়েছেন, মানসী বচ্চনবধূর অল্পবয়সের কার্বন কপি। টিকটিকে মানসীর ফলোয়ার্স প্রায় ৪ মিলিয়ন। অনেকেই তাকে বলেন অ্যাশের রেপ্লিকা। ইনস্টায় তাকে ফলো করেন প্রায় ১০ লাখ ফলোয়ার্স।
ইতিমধ্যেই মানসী অভিনয় করেছেন জবরদস্ত, টার্গেট, টুকিয়া টুকভিলা নাগ্যা নাচভিলা, কুটুম্ব এবং টিন বায়কা ফাজিত আইকা এর মতো হিট ছবিতে। তাকে দেখা গেছে চার দিবস সাসুচে এবং চালা হাওয়া ইয়ে দ্যা এর মতো টিভি শোতেও।

গত বছর ইরানের এক মডেল মাহলাঘা জাবেরির সঙ্গে সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন নেটিজেনরা। এদের ছবি কোলাজ করে সোশ্যালে দিতেই সাড়া পড়েছিল নেট মহল্লায়। সূত্র : দ্য লাইভ মিরর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঐশ্বর্য
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ