Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা আতঙ্ক : ফ্রান্স ছাড়লেন নেইমার-সিলভা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২০, ১:১১ পিএম

করোনা ভাইরাসের কারণে স্থবিরতা বিরাজ করছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। বিশ্বের বিভিন্ন দেশের প্রায় সব ক্রীড়া ইভেন্টই স্থগিত করা হয়েছে। সপ্তাহখানেক আগেই স্থগিত করা হয় ইউরোপের ফুটবল লিগগুলো। অধিকাংশ ফুটবলার হোম কোয়ারেন্টাইন আছেন। এবার করোনার আতঙ্কে ফ্রান্স ছাড়লেন ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার ও তার সতীর্থ থিয়াগো সিলভা।

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে দুইজনই নিজ দেশ ব্রাজিলে ফিরে গেছেন। পিএসজি নিশ্চিত করেছে, মঙ্গলবার (১৭ মার্চ) ফ্রান্স অবরুদ্ধ ঘোষণা হওয়ার আগেই দেশ ছেড়েছেন তাদের দুই ফুটবলার।

পিএসজি তাদের সব খেলোয়াড়কে দেশ ছাড়ার এবং স্বেচ্ছায় আইসোলেশনে যাওয়ার অনুমতি দিয়েছে। যারা প্যারিসে থাকতে চান, তাদেরও ঘরে থাকার নির্দেশ দিয়েছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। তাতেই নেইমার ও সিলভা ক্লাবের সম্মতি নিয়ে ফ্রান্স ছেড়েছেন।

সিলভার স্ত্রী ইসাবেল মঙ্গলবার সকালে সামাজিক মিডিয়ায় জানান, তারা প্যারিসেই আছেন। কিন্তু দুপুরের মধ্যেই এ দম্পতি ব্রাজিলে চলে যান।

পিএসজির আরও কয়েকজন খেলোয়াড় ও স্টাফরা তাদের দেশে ফিরেছেন। কেউ কেউ আবার তাদের পরিবার নিয়ে প্যারিসেই থেকে গেছেন। ডিফেন্ডার মারকুইনহহোস ব্রাজিলে না ফিরে ফ্রান্সেই থাকছেন।

করোনার কারণে ফ্রান্সের শীর্ষ দুই বিভাগীয় ফুটবল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ