Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে অজ্ঞান পার্টির ৬ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২০, ১২:০৩ এএম

রাজধানীর গুলিস্তান থেকে অজ্ঞান পার্টির সক্রিয় ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে গুলিস্তানের বঙ্গবন্ধু স্কোয়ারের পাতাল মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. রকিব হাসান শান্ত (২৭), মো. মামুন হোসেন (২৫), মো. রাশেদ (২৭), মো. জাকির (৩৬), মো. বাবু (২৮) ও মো. আলমগীর খান (৩০)। তাদের কাছ থেকে ৫৭টি চেতনা নাশক ট্যাবলেট, পাঁচটি মলমের কৌটা, স্প্রে, মরিচের গুড়া ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিএমপির ডিবি দক্ষিণ বিভাগের এডিসি মো. সাইফুর রহমান আজাদ জানান, গ্রেফতাররা পেশায় অজ্ঞান পার্টির সদস্য। তারা সংঘবদ্ধভাবে গ্রাম থেকে আসা সহজ-সরল মানুষদের টার্গেট করে। পরে কৌশলে ওইসব মানুষকে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নেয়। তাদের পল্টন থানায় একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ