বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটে করোনাভাইরাস ঠেকাতে সতর্কতা হিসেবে সিলেটের বিভিন্ন স্থানের ৬৩৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন। বিভাগের সিলেট জেলায় ৪২১ জন, সুনামগঞ্জ জেলায় ৪০ জন, মৌলভীবাজার জেলায় ১৫১ জন এবং হবিগঞ্জে ২২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোয়ারেন্টাইনে রাখা ব্যক্তিদের সিংহভাগই প্রবাসী এবং তাদের আত্মীয়স্বজন। ডা. আনিসুর রহমান বলেন, ‘আমরা গত ১০ মার্চ থেকে কোয়ারেন্টাইনের হিসাব রাখছি। যারা বিদেশ থেকে আসছেন, তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। আজ সকাল ৮টা পর্যন্ত বিভাগে ৬৩৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।’ এর মধ্যে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে নতুন যুক্ত হয়েছেন ২০২ জন।
সিলেটের বিভাগীয় কার্যালয়ের পরিচালক (স্বাস্থ্য অধিদপ্তর) ডা. দেবপদ রায় বলেন, ‘হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বিষয়ে আমরা খোঁজ রাখছি। আক্রান্ত বেশিরভাগই বিদেশ ফেরত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।