বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের সখিপুরে হোম কোয়ারেন্টাইন থেকে লোকালয়ে আসায় সিঙ্গাপুর ফেরত এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।বুধবার (১৮ মার্চ) বেলা ১১টায় ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ অর্থদণ্ডের আদেশ দেন। অর্থদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম হামিদুল ইসলাম। তিনি কাকরাজান ইউনিয়নের বৈলারপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে।সত্যতা নিশ্চিত করে সখিপুর থানার উপ-পরিদর্শক বদিউজ্জামান জানান, গত (৭ মার্চ) উপজেলার কাকরাজান ইউনিয়নের বৈলারপুর গ্রামের হামিদুল ইসলাম সিঙ্গাপুর থেকে দেশে আসে।এরপর তার সাথে হাসপাতাল, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়। কিন্তু তিনি সেটা না মেনে বুধবার (১৮ মার্চ) সকালে জনসম্মুখে ঘোরাফেরা করছিলেন। এ কারণে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। সখিপুরে এ পর্যন্ত বিদেশ ফেরত ২০জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। ধীরে ধীরে এ সংখ্যা বাড়তে পারে তবে প্রশাসনের কঠোর নজরদারিতে থাকায় এলাকার জনগন আতংকিত নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।