Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

‘ইয়র্কারে আগের মতো আত্মবিশ্বাস পাই না’

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ৬:০৮ পিএম

আগের সেই ঘার আর নেই মুস্তাফিজুর রহমানের। উইকেট পেলেও দিন দিন খরুচে বোলারে পরিণত হচ্ছেন এ বাঁহাতি। গত এক বছর ধরে সমালোচনায় থাকা বাংলাদেশের এই পেসার জানালেন, ইয়র্কার বোলিংয়ে আত্মবিশ্বাস হারাচ্ছেন তিনি, ‘আমার ইয়র্কারটা আগের মতো হয় না, আগের মতো আত্মবিশ্বাস পাই না। তবে চেষ্টা করছি। কী করলে আমার ভালো হবে। আর কাটারটা তো আছেই। সেটাতেও উন্নতি করার চেষ্টা করছি।’

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে সাত উইকেট পেয়েছেন মুস্তাফিজ। গত বছর সাদা বলের ক্রিকেটে সেরা বোলারদের একজন ছিলেন তিনি। উইকেট পেলেও রান খরচ করে যাচ্ছেন ২৪ বছর বয়সী এই বাঁহাতি পেসার। এ কারণে মাশুলও গুনতে হচ্ছে তাকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন চুক্তিতে বেতন কাঠামোতে অবনমন হয়েছে তার। গত বছর মাসে তিন লাখ টাকা করে পাওয়া মুস্তাফিজ নতুন চুক্তি অনুযায়ী মাসে দুই লাখ টাকা করে পাবেন। লাল বলের ক্রিকেটে তার সঙ্গে চুক্তিই করেনি বোর্ড। মুস্তাফিজ অবশ্য এসব নিয়ে চিন্তিত নন। শুধু বলেছেন, তিন সংস্করণেই খেলে যেতে চান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ