Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টোকিও অলিম্পিকের ভাগ্যে কি?

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ১২:০০ এএম

বিশ্বের বিভিন্ন প্রান্তের অ্যাথলেটরা দীর্ঘ চার বছর ধরে প্রস্তুতি নিয়ে আসছেন টোকিও অলিম্পিক ২০২০ ইভেন্টকে কেন্দ্র করে। তবে বর্তমানে করোনাভাইরাসের প্রকোপে ক্রীড়া ইভেন্ট বন্ধ হচ্ছে একের পর এক। স্থগিতের ঘোষণা এসেছে ইউরো ও কোপা আমেরিকারও। এরই প্রেক্ষিতে এবার টোকিও অলিম্পিক নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। গতকাল আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) বৈঠকের সিদ্ধান্তের ব্যাপারে কোন তথ্যই জানা যায়নি।

১৯৮৮ সালে দক্ষিণ কোরিয়ার সিওলে অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার পর এবার দীর্ঘ ৩২ বছর পর আবারও এশিয়াতে হওয়ার কথা ছিল এই আসর। যদিও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে পূর্বেই জানিয়েছেন, এই আসর আয়োজনের জন্য পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাবে তার দেশ। তারপরও অলিম্পিক কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত রায় বলে মন্তব্য করেছিলেন তিনি। এখন এই কমিটির সিদ্ধান্তেরই অপেক্ষা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ