মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং আজ টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন। -বাসস
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসস’কে বলেছেন, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন এবং ‘মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষে তাঁকে এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, ভুটানের জনগণ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করেছেন এবং এক হাজার’ ‘ঘি’ প্রদীপ জ্বালিয়ে তাঁর বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করেছেন।
প্রেস সচিব বলেন, লোটে শেরিং বাংলাদেশ ও দেশের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষ উদযাপনের জন্য ভুটানের প্রধানমন্ত্রী এবং সে দেশের জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী ভুটান ও সেদেশের জনগণের অব্যাহত শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।
এদিকে, মুজিব বর্ষ উপলক্ষে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রেস সচিব জানান, ত্রিপুরার মুখ্যমন্ত্রী আজ বিকেলে প্রধানমন্ত্রীকে ফোন করেন এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।