Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের প্রতিরক্ষা বাজেট নিয়ে উদ্বেগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ১২:০১ এএম

ভারতের প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটি ২০২০-২১ অর্থবছরের বাজেটে দেশের প্রতিরক্ষা বাহিনীর জন্য বরাদ্দ নিয়ে কেন্দ্রিয় সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করেছে। প্রত্যাশিত বরাদ্দে ঘাটতি সামরিক বাহিনীর অপারেশনাল দক্ষতার উপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং আধুনিকায়ন প্রক্রিয়া বিলম্বিত করবে বলে কমিটি মনে করে। ১৩ মার্চ মোট চারটি রিপোর্ট পার্লামেন্টে পেশ করে কমিটি। এগুলোতে সরকারকে সতর্ক করে দিয়ে বলা হয় যে বাজেট বরাদ্দে ঘাটতির কারণে অতীতে সংগ্রহ করা সরঞ্জামের ম‚ল্য পরিশোধেও দেরি হতে পারে। ৩১ সদস্যের কমিটি জানায় যে সামরিক বাহিনীর আধুনিকায়নের জন্য চলতি অর্থ বছরে বার্ষিক বরাদ্দ ২০১৫-১৬ অর্থবছরের চেয়ে প্রায় ৩৫% কমে গেছে। এই বরাদ্দ দিয়ে নতুন প্লাটফর্ম ও সরঞ্জাম সংগ্রহের পাশাপাশি বিদ্যমান সরঞ্জাম আপগ্রেডিং করার কথা রয়েছে। জেনিস ডিফেন্স, এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ