Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদে শ্রীমঙ্গলে মৌন মিছিল

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ১২:০১ এএম

ইদানিং দেশের বেশ কয়েকজন সাংবাদিকদের ওপর হামলা-মামলা, নির্যাতনের প্রতিবাদ ও নিখোঁজ সাংবাদিককে খুঁজে বের করা এবং অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্দ্যোগে শহরে মৌন মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল এগারটায় স্থানীয় প্রেসক্লাব থেকে কর্মরত গণমাধ্যম কর্মীদের মৌন মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা চত্ত্বরে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি এম ইদ্রিস আলী, খোলাচিঠির সম্পাদক সরফরাজ আলী বাবুল, বাংলাদেশ বেতারের প্রতিনিধি মামুন আহমদ, নয়া দিগন্তের প্রতিনিধি এম এ রকিব, সদস্য কাওছার ইকবাল, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি দিপংকর ভট্টাচার্য লিটন, ইত্তেফাকের অনুজ কান্তি দাস, ঢাকা ও বাংলাট্রিবিউনের জেলা প্রতিনিধি এম সাইফুল ইসলাম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি আনোয়ার হোসেন জসিম, দিনকাল প্রতিনিধি রুবেল আহমদ, করতোয়ার আব্দুস শুকুর, দেশ রুপান্তরের সুমন মিয়া, আমাদের সময়ের অরবিন্দু দেব, আনন্দ টিভির তোফায়েল আহমদ পাপ্পু প্রমুখ। এসময় বক্তারা মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, রিপোর্টার আল আমিন ও বাংলাট্রিবিউন’র আরিফুল ইসলামের মিথ্যা মামলা প্রত্যাহার, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল’র সন্ধান, বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর প্রতিনিধি মাহাবুবুল হক পোলেনের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাংবাদিক

১৫ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ