Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টোকিও অলিম্পিক: একদিকে জাপান, অন্যদিকে করোনা আতঙ্ক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২০, ৮:০২ পিএম

এ বছর টোকিও অলিম্পিক হবে কিনা এ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা৷ তবে জাপান এখনো অলিম্পিক আয়োজনে মরিয়া৷ জাপানের প্রধানমন্ত্রী মনে করেন, অলিম্পিক আয়োজন করে মানবজাতি দেখাবে করোনাকে হারানো সম্ভব৷

২০২০ অলিম্পিক আগামী ১৬ জুলাই শুরু হয়ে ৯ আগস্ট শেষ হওয়ার কথা৷ সেই হিসেবে আসর শুরু হতে মাত্র পাঁচ মাস বাকি৷ এ সময় দেশে দেশে চোখে পড়ার কথা অলিম্পিক প্রস্তুতির ব্যস্ততা৷ অথচ সবাই এখন করোনা ভাইরাস নিয়ে ব্যস্ত৷ প্রতিদিন আসছে নতুন নতুন দেশে করোনা ছড়ানোর খবর, প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা৷

ক্রীড়াঙ্গনেও পড়েছে কর্নার থাবা৷ খেলাধুলায় বিশ্বের প্রায় সব বড় প্রতিযোগিতাই আপাতত বন্ধ৷ যা-ও বা দু-একটা চলছে, সেগুলোতে কোনো দর্শক থাকছে না৷ এভাবে খেলা চালাতে গিয়েও পড়তে হচ্ছে সমস্যায়৷ করোনার আতঙ্কের মাঝেও খেলতে বাধ্য করায় মাস্ক পড়ে মাঠে নেমে প্রতিবাদ জানিয়েছেন ব্রাজিলের ক্লাব গ্রেমিওর খেলোয়াড়রা৷

আসলে ধীরে ধীরে আতঙ্ক ছড়িয়ে পড়ছে খেলোয়াড়দের মনে৷ আতঙ্ক ছড়ানোর কারণও আছে৷ ইতিমধ্যে ইংলিশ ক্লাব আর্সেনাল পড়েছে মহাদুশ্চিন্তায়৷ তাদের ম্যানেজার মিকেল আরতেতাকে ধরে বসেছে করোনা৷ স্পেনের ফুটবল ক্লাব ভ্যালেন্সিয়ার মূল দলের অন্তত ৩৫ ভাগ খেলোয়াড় করোনায় সংক্রমিত বলে ক্লাব কর্তৃপক্ষই জানিয়েছে৷ এ অবস্থায় পাঁচ মাস পরে অলিম্পিক আয়োজন কি আদৌ সম্ভব? এক কথায় ‘না’ বলে দেয়ার সময় এখনো আসেনি৷ তবে সংশয় ক্রমশ বাড়ছে৷ ফ্রান্সের অলিম্পিক কাউন্সিলের প্রধান বলেছেন, করোনা পরিস্থিতি ইতিমধ্যে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে৷ এমন পরিস্থিতিতে অলিম্পিক আয়োজনের ভাবনা থেকে সরে আসা উচিত বলে মনে করেন তিনি৷ ক্রীড়াঙ্গনের অনেকেই যে তার সঙ্গে একমত হবেন তাতে কোনো সন্দেহ নেই৷ তবে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তা মানতে নারাজ৷ এখনো তিনি মনে করছেন, অলিম্পিক হবে, অলিম্পিক ঠিকভাবে আয়োজন করে মানবজাতি প্রমাণ করবে করোনা হেরে গেছে৷

অলিম্পিক গেমস বাতিল হলে বিশাল আর্থিক ক্ষতি হবে জাপানের৷ আসরের শুধু প্রস্তুতিতেই এক হাজার দুইশ কোটি ডলার খরচ করেছে তারা৷ শেষ পর্যন্ত শঙ্কা সত্যি হবে, নাকি অলিম্পিক আয়োজন করে সত্যিই করোনার বিরুদ্ধে মানবজাতির জয় নিশ্চিত করবে জাপান তা বুঝতে বেশিদিন অপেক্ষা করতে হবে না৷

আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিল (আইওসি) ইতিমধ্যে আসন্ন টোকিও অলিম্পিক আয়োজনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বিভিন্ন দেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেছে৷ এ আলোচনা থেকে শিগগিরই একটা সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে৷

সূত্র : ডয়েচে ভেলে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ