Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক বছর পেছাল ইউরো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২০, ৭:৩৮ পিএম

করোনাভাইরাসের প্রভাবে এক বছরের জন্য পিছিয়ে গেল ইউরো-২০২০। এ বছর জুন ১২ থেকে জুলাইয়ের ১২ পর্যন্ত ইউরোপের মোট ১২টি শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় আসর। করোনাভাইরাসের কবলে ইউরোপে একের পর এক ঘরোয়া লিগ স্থগিত হয়েছে। এ অবস্থায় লিগের বাকি অংশ শেষ করতেই পিছিয়ে দেওয়া হয়েছে ইউরোর আয়োজন। আগামী বছর ১১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত একই ভেন্যুতে ইউরো আয়োজনের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ (মঙ্গলবার) ভিডিও কনফারেন্সে সদস্য দেশগুলোর সঙ্গে জরুরী বৈঠকে বসেছিল উয়েফা। সেখানেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।গত সপ্তাহে কোপেনহেগেনে উয়েফার পক্ষ থেকে হোটেল বুকিং বাতিল করার পর থেকেই ধারণা করা হচ্ছিল এমন কিছু ঘটতে পারে। ইউরো পিছিয়ে যাওয়ার খবরটি সবার আগে নিশ্চিত করেছে নরওয়েজিয়ান এফএ। তাদের টুইটে বলা হয়েছে, ‘উয়েফার পক্ষ থেকে ইউরো পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছরের ১১ জুন থেকে ১১ জুলাইয়ে হবে টুর্নামেন্ট।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ