Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাড়ি থেকে কাজ করার পরামর্শ বিসিসিআই কর্মকর্তাদের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২০, ৫:০২ পিএম

করোনাভাইরাসে অনিশ্চয়তার মেঘে ঢাকা পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ত্রয়োদশ আসর। এবার বিসিসিআই’র কর্মকর্তা-কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বাতিল করা হয়েছে আগেই। নতুন নির্দেশনা অনুযায়ী বিসিসিআই কর্মকর্তা-কর্মচারীদের আজ (মঙ্গলবার) থেকে বাড়ি থেকে কাজ করার কথা।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক টুইটে জানিয়েছে, বিসিসিআই’র মুম্বাইয়ের প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের বাড়িতে বসে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। তবে যারা অফিসে আসতে চায় আসতে পারেন। করোনাভাইরাসের কারণে আইপিএল’র ত্রয়োদশ আসর এরই মধ্যে ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দিয়েছে বিসিসিআই।

শুধু আইপিএল নয়, করোনাভাইরাসের কারণে স্থগিত করে দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিতার বিপক্ষে টিম ইন্ডিয়ার ওয়ানডে সিরিজ। এক কথায় থমকে গেছে বিশ্ব খেলাধুলা।

সংবাদমাধ্যমে খবর অনুযায়ী ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা ১১৪ জন; মৃতের সংখ্যা দুইজন। আর বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে; মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬ হাজার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ