Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণ আফ্রিকায় দুই মাস ক্রিকেট স্থগিত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২০, ৪:০৮ পিএম

করোনাভাইরাসের কারণে একাধিক আন্তর্জাতিক সূচি, দ্বিপাক্ষিক সফর স্থগিত করেছে আয়োজকরা। এবার দক্ষিণ আফ্রিকাতেও সবধরনের ক্রিকেট ম্যাচ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে।

গতকাল (সোমবার) ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। বলা হয়, ক্রিকেট দক্ষিণ আফ্রিকা করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে আগামী ৬০ দিন অর্থাৎ দুই মাস সবধরনের ক্রিকেট ম্যাচ স্থগিত থাকবে।

এর আগে করোনার কারণে ভারতে গিয়ে এক ম্যাচ শেষ হতেই দেশে ফিরে আসতে হয় দক্ষিণ আফ্রিকাকে। যদিও প্রথম ওয়ানডেটি ভেসে যায় বৃষ্টিতে। ইংল্যান্ড শ্রীলঙ্কা সফরে গিয়ে প্রস্তুতি ম্যাচ শেষ হওয়ার আগেই দেশে ফেরে। আর অস্ট্রেলিয়ায় একটি ওয়ানডে খেলেই স্থগিত হয় নিউজিল্যান্ডের সফর। সবশেষ বাংলাদেশের পাকিস্তান সফর স্থগিত করা হয় গতকাল।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) মঙ্গলবার (১৭ মার্চ) সকাল পর্যন্ত একদিনে ৬৫০ জনের প্রাণহানি ঘটেছে। এতে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ১৬৬ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ৮৮১ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ