Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুজিববর্ষে বাংলাদেশের প্রতি চীনের সংহতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২০, ১১:৩৩ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষে সংহতি প্রকাশ করেছে চীন। মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকার চীন দূতাবাসের এক বার্তায় এই সংহতি প্রকাশ করা হয়।
ঢাকা নিযুক্ত চীন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এক বার্তায় বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামটি আমাদের ঐক্য ও সোনার বাংলাদেশকে স্মরণ করিয়ে দেয়। বঙ্গবন্ধুর বৈদেশিক সম্পর্কের নীতি এবং নতুন চীন সম্পর্কে গভীর পর্যবেক্ষণ চীন-বাংলাদেশ বন্ধুত্বের পথ প্রশস্ত করেছিল। সেই বন্ধুত্ব শুরু থেকে এখনো বর্তমান।’
তিনি বলেন, ‘চীন সর্বাত্মক সংহতির সঙ্গে বাংলাদেশের পাশে দাঁড়ানোর দৃঢ় সংকল্প গ্রহণ করেছে। এছাড়া আঞ্চলিক ও বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবজাতির ভবিষ্যত সমৃদ্ধির এক নতুন উচ্চতায় নিতে আমাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার জন্য চীন বাংলাদেশের সঙ্গে কাজ করবে। জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! জয় চীন বাংলাদেশের বন্ধুত্ব!’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুজিববর্ষ

২০ এপ্রিল, ২০২১
১৭ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ