Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাতে সপরিবারে হাতিরঝিলে প্রধানমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২০, ৯:৫৬ এএম

কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করেই পরিবারের সদস্যদের নিয়ে সোমবার (১৬ মার্চ) রাতে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, কন্যা সায়মা হোসেন পুতুল ও শেখ রেহানার পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

মূলত, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের মাহেন্দ্রক্ষণে প্রস্তুতি দেখতেই প্রধানমন্ত্রী সপরিবারে রাজধানীর হাতিরঝিলে উপস্থিত হয়েছিলেন। হাতির ঝিলে দশ মিনিট অবস্থান করেন এবং মুজিবর্ষের প্রস্তুতি ঘুরে দেখেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব সারোয়ার সরকার জীবন।

সূত্রমতে, রাত সাড়ে দশটায় হঠাৎ করেই প্রধানমন্ত্রী হাতিরঝিলে অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে চান। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম শেখ হাসিনা কোনো অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে রাতে গণভবন থেকে বের হন। এরপর হাতির ঝিলে উপস্থিত হয়ে মুজিবর্ষ উদযাপনের প্রস্তুতি দেখেন। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হওয়ার পর গেল ১১ বছরে প্রথমবারের মতো কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কোনো অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে পরিবারের সদস্যদের নিয়ে রাতে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ