রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে
সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের বিনেরপোতা ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন মিলনের (৩২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ বিনেরপোতা এলাকার রজব আলির ভাড়া বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করেন। জানা গেছে, যুবলীগ নেতা মিলনের বাড়ি রাজশাহী জেলায়। দীর্ঘদিন ধরে তিনি সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন। বর্তমানে তিনি বিনেরপোতা এলাকার ভোটারও। মিলনের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হিমেল হোসেন জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পেলে মৃত্যু সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা যাবে না। এদিকে, মিলনের বাড়ির মালিক রজব আলী জানান, মিলনকে সোমবার স্থানীয় যুবক জিয়াউর রহমান, আবদুল মান্নান ও মিজানুর রহমান মারধর করে পুলিশে সোপর্দ করে। পরে লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শাহনেওয়াজ ও অ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগ তাকে থানা থেকে মুক্ত করে আনেন। রাতে নিজ ঘরে রশিতে ঝুলে আত্মহত্যা করেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।