বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মঠবাড়িয়ায় নাজমা বেগম (৩২) নামে এক গৃহবধূ আগুন দিয়ে বসত ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগে অজ্ঞাতনামা আসামি করে দুর্বৃত্তদের বিরুদ্ধে রোববার রাতে মঠবাড়িয়া থানায় মামলা করেছেন। নাজমা বেগম উপজেলার মধ্য তুষখালী গ্রামের ব্যবসায়ী আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার মধ্য তুষখালী গ্রামের মৃত দাদন আলী হাওলাদারের ছেলে আলমগীর ও কবির হোসেনের যৌথ ঘরে গত শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে ওই দুই পরিবারের ২৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়।
বাদিনীর স্বামী আলমগীর হোসেন আরও অভিযোগ করেন, প্রতিবেশী মৃত কাছেম আলী ফকিরের ছেলে আমির হোসেন ফকিরের সাথে জমা-জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধের কারনে তারা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটায় বলে তারা ধারণা করছেন।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার তদন্ত চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।