Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

লক্ষণ ছাড়াই বেশি ছড়াচ্ছে করোনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২০, ১২:০২ এএম

করোনাভাইরাস অনেক সময় বিভিন্ন ব্যক্তির শরীরে নীরব ঘাতকের মতো লুকিয়ে থাকে। ব্যক্তি জ্বর, কাশি বা শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখান না। আক্রান্ত ব্যক্তি একবারে অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন গবেষকরা। সোমবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটসের গবেষকদের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুরুর দিকে ধারণা ছিল ভাইরাসটি ম‚লত এমন ব্যক্তিদের দ্বারা ছড়িয়ে পড়ে যারা জ্বর, কাশি বা শ্বাসকষ্টে আক্রান্ত। কিন্তু যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটসের গবেষকরা এখন গবেষণা করে বের করেছেন যে, করোনাভাইরাস অনেক সময় বিভিন্ন ব্যক্তির শরীরে নীরব ঘাতকের মতো লুকিয়ে থাকে। ব্যক্তি জ্বর, কাশি বা শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখান না। একবারে অসুস্থ হয়ে পড়েন। ম্যাসাচুয়েটসের গবেষকরা ৮২ জন এমন ব্যক্তিকে শনাক্ত করেছেন যারা এমন লক্ষণ ছাড়াই করোনায় আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসের এমন নীরব থাকাকে বিপজ্জনক বলছেন গবেষকরা। তাদের মতে, জ্বর, কাশি বা শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দিলে সহজে ব্যক্তিদের আলাদা করা যায়। ফলে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা আরো সহজ হয়। কিন্তু কোনো লক্ষণ দেখা না দিলে আক্রান্ত ব্যক্তি অন্য বক্তিদের সাথে মিশে থাকে এবং তার অজান্তে অন্যের মধ্যে ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে এটা অন্যতম কারণ বলে মনে করেন গবেষকরা। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ