রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে রাতের আঁধারে তুলে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদন্ড দেয়া ও ডিসি অফিসে নিয়ে অমানুষিক শারিরীক নির্যাতনের প্রতিবাদে, জেলা প্রশাসক সুলতানা পারভীনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বামনা প্রেসক্লাবের আয়োজনে গতকাল সোমবার মানববন্ধন করেছে বামনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
বামনা প্রেসক্লাবের সামনে প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন, বামনা প্রেসক্লাব সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল, সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসাইন, সাবেক সভাপতি এম এ মতিন আকন্দ, দৈনিক সাগরক‚ল সম্পাদক ও প্রকাশক নেসার উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাসির মোল্লা, সাংবাদিক হাবিবুর রহমান, নির্ঝর কান্তি বিশ্বাস ননী প্রমুখ। মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, গত শুক্রবার গভীর রাতে কুড়িগ্রামের জেলা প্রশাসক নিয়ম বহিভর্‚তভাবে একজন সাংবাদিকের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। ওই সাংবাদিককে ডিসি অফিসে নিয়ে শাররীকভাবে নির্যাতন করেন ওই ডিসি। অবিলম্বে ওই নির্যাতনকারী ডিসির বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করাসহ তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বামনায় কর্মরত সাংবাদিকরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।