Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাঙ্গায় নবাগত নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খানের সাথে শিক্ষকদের মত বিনিময় সভা

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২০, ৬:১৭ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় নবাগত নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খানের সাথে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল,কামিল,আলিম মাদ্রাসা সমুহের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় ও দুপুরে ইকামাতে দ¦ীন মডেল কামিল মাদ্রাসা সেমিনার কক্ষে পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগন ছাড়াও শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন। যথাক্রমে ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবু ইউছুব মৃধা ও ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান বলেন,আমি আপনাদের পাশে থেকে শিক্ষা সহ সকল বিষয়ে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। সেই সাথে শিক্ষার মান উন্নয়নে আপনাদের সাথে সর্বতভাবে কাজ করতে চাই। সভায় নবাগত নির্বাহী অফিসার রকিবুর রহমান খান ও সহকারী কমিশনার (ভ’মি) মোহাম্মদ আল আমীনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন ও অধ্যক্ষ শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভ’মি) মোহাম্মদ আল আমীন, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ জামসেদ,মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোঃ ইব্রাহিম,মিঠুন চক্রবর্তী প্রমুখ।।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ