Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা আক্রান্তদের জন্য পগবার উদ্যোগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২০, ৩:০৮ পিএম

মানবতার ডাকে সাড়া দিলেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা পল পগবা। ইংলিশ ক্লাব ম্যানইউর ফরাসি মিডফিল্ডার সামাজিক যোগাযোগ মাধ্যমে তহবিল গঠনের উদ্যোগ নিলেন। এই তহবিল ইউনিসেফের মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সাহায্য করবে।

গতকাল (রোববার) ২৭ এ পা দিলেন পগবা। জন্মদিনে সোশ্যাল নেটওয়ার্কে সাহায্যের আবেদন করে লিখেছেন, ‘করোনা ভাইরাসের সঙ্গে ওদের লড়াইয়ে পাশে দাঁড়ান।’

এখানেই থামেননি পগবা। জানিয়েছেন, তার লক্ষ্য ইউনিসেফকে সাড়ে চব্বিশ লক্ষ টাকা তুলে দেওয়া। সঙ্গে জানিয়েছেন, লক্ষ্যপূরণ হলে সমপরিমাণ টাকা নিজের থেকেও দান করবেন। যার মানে দাঁড়াচ্ছে, সে ক্ষেত্রে অঙ্কটা দ্বিগুণ হয়ে যাবে।

পগবা লিখেছেন, ‘মারণ-ভাইরাসের এই স্তরের আগ্রাসনের প্রভাব অকল্পনীয়। বিশেষ করে দরিদ্র মানুষ ও শিশুদের ওপর।’ যোগ করেন, ‘আজ (গতকাল) আমার জন্মদিন। এটা ভেবে ভালো লাগছে যে আমি নিজে, আমার পরিবার এবং বন্ধুরা সুস্থ আছি। কিন্তু ঘটনা হচ্ছে, বিশ্বের সবাই এই মুহূর্তে সুস্থ নেই। এমন কঠিন একটা সময়ে আমাদের উচিত একতাবদ্ধ থাকা।’

প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, উৎপত্তিস্থল চীনের সীমা অতিক্রম করে এর মধ্যে বিশ্বের অন্তত ১৫৭টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। বিশ্বব্যাপী ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ। আর করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও এরই মধ্যে ৬ হাজার ৫১৬ জনে পৌঁছেছে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ