Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইশারায় মাস্ক পরার পরামর্শ মালাইকার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২০, ২:০৪ পিএম

মালাইকা অরোরা সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়।  বলিউড অভিনেত্রীর ফটো বা ভিডিও ইন্টারনেটে বেশ সাড়া ফেলে।  সম্প্রতি মালাইকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।  ভিডিওতে মালাইকাকে দ্রুত হেঁটে যেতে দেখা যাচ্ছে।  ওই সময় আলোকচিত্রীরা তার ছবি তুলছিলেন।  এরইমধ্যে ঘুরে দাঁড়িয়ে মালাইকা আলোকচিত্রীদের ইশারায় কিছু বলেন।  ইঙ্গিতে তিনি মাক্স পরার কথা বলেন।

উল্লেখ্য, বর্তমানে সারা বিশ্বেই করোনাভাইরাস ত্রাসের সঞ্চার করেছে।  ভারতেও ইতিমধ্যেই দুইজনের মৃত্যু হয়েছে।  এরইমধ্যে মালাইকার এই ভিডিও বেশ নজর কেড়েছে।  ভক্তরা এই ভিডিওতে তাদের মন্তব্য জানিয়েছেন।

বলিউডপ্যাপ নামে ইনস্টাগ্রাম পেজে ভিডিওটি শেয়ার করা হয়েছে।

সম্প্রতি তার আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছিল।  এই ভিডিওতে তাকে তার বয়ফ্রেন্ড অর্জুন কাপূরের হাতে হাত রেখে হাঁটতে দেখা গিয়েছে।

 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালাইকা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ