Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৬ হাজার ৮৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২০, ১০:৪৩ এএম

রোববার  রাত পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ৮০ জন। মারা গেছেন ৬ হাজার ৮৫ জন। আর সেরে উঠেছেন ৭৬ হাজার ২১৯ জন।


সবচেয়ে বেশি মারা গেছেন চীনে, ৩ হাজার ১৯৯ জন।

মৃত্যুর দিক থেকে এরপরই আছে ইতালি। দেশটিতে করোনায় মারা গেছেন ১ হাজার ৪৪১ জন। আক্রান্ত প্রায় ২২ হাজার।

ইতালির পর ইরানে সবচেয়ে বেশি ৭২৪ জন মারা গেছে এই ভাইরাসে। আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৯০০ জন।

স্পেনে করোনাভাইরাসে একদিনের ব্যবধানেই মৃত্যুর সংখ্যা দ্বিগুন হয়ে ২৮৮ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত ৮ হাজার। ইতালির পর স্পেনও পুরো দেশকে কোয়ারেন্টাইন করায় ইউরোপে এখন ১০কোটি মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন।

করোনাভাইরাসে ব্রিটেনেও ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা প্রায় দ্বিগুন হয়েছে। নতুন করে দেশটিতে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে মারা গিয়েছিলো ১০ জন। দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।

এছাড়া যুক্তরাজ্যে আরো ২৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার ফলে দেশটিতে এখন মোট ১৩৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

যুক্তরাজ্য সরকার ইতিমধ্যেই দেশটির ৭০-এর বেশি বয়সী মানুষদেরকে আগামী চার মাস ঘরে অবস্থান করার নির্দেশ দিয়েছে। আগামী ২০ দিনের মধ্যেই এই নির্দেশ পুরোপুরি বাস্তবায়ন করা হবে বলেও ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার।

যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছে ৬২ জন, আক্রান্ত ৩ হাজার ৯৪ জন।

ফ্রান্সে মারা গেছে ৯১ জন, আক্রান্ত ৪ হাজার ৪৯৯ জন।

জার্মানিতে মারা গেছে ১১ জন, আক্রান্ত ৫ হাজার ৪২৬।

দক্ষিণ কোরিয়ায় মারা গেছেন ৭৫ জন, আক্রান্ত ৮ হাজার ১৬২জন।

নেদার‌ল্যান্ডসে মারা গেছে ২০ জন, আক্রান্ত ১,১৩৫ জন।

পুরো ইউরোপজুড়েই ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩
১৪ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ