Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিয়ন্ত্রণ হারিয়ে টমটম চায়ের দোকানে, নিহত ১, আহত ৩

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২০, ৪:৫০ এএম | আপডেট : ৯:৫৮ এএম, ১৬ মার্চ, ২০২০

ঝালকাঠির রাজাপুরের উত্তরপুর ব্রিজ থেকে অতিরিক্ত গাছ ভর্তি একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে উত্তমপুর বাজারের একটি চায়ের দোকানে ঢুকে প্রবাসী আমিনুল ইসলাম হারুন মোল্লা (৪৫) নিহত হয়েছে।আজ রোববার এ ঘটনায় ওই দোকানের মজিদসহ আরও ৩ ক্রেতা আহত হয়েছে। নিহত হারুন মোল্লা উপজেলার চল্লিশ কাহনিয়া গ্রামের মৃত নূর উদ্দিন মোল্লার ছোট ছেলে। প্রবাস থেকে বেশকিছু পূর্বে এসে বাড়িতে কৃষি কাজ করতেন হারুন। রাজাপুর থানার পরির্দশক তদন্ত আবুল কালাম আজাদ জানান, অতিরিক্ত গাছভর্তি একটি টমটম ব্রীজ থেকে নামার সময় নিয়ন্ত্রন হারিয়ে উত্তমপুর বাজারের একটি চায়ের দোকানে উঠিয়ে দেয়। এতে হারুন মোল্লাসহ বেশ কয়েকজন আহত হয়। গুরুত্বর আহত হারুনকে চিকিৎসার জন্য রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ